Home Uncategorized Disadvantages of taking birth control pills

Disadvantages of taking birth control pills

by admin

 🔴 জন্মনিয়ন্ত্রন পিল/বড়ি খাওয়ার অপকারিতা ⛔

Disadvantages of taking birth control pills

🎯বেশির ভাগ মেয়েই জন্মনিয়ন্ত্রন পিল খায়।

 জন্মনিয়ন্ত্রনের জন্য পিল খাওয়া মেয়েদের কাছে

একটি সাধারন ব্যাপার, তাছাড়া মাসিক ঠিক করার

জন্য ও অনেক সময় মেয়েরা পিল খায়। কিন্তু এই 

পিল সম্পর্কে মানুষের ধারণা খুব কম। একজন 

মেয়ের জন্য পিল কখনোই ভাল কিছু না বরং 

একটা মেয়ের জীবনকে ধিরে ধিরে শেষ করতে 

এই পিলই যথেষ্ট।

কি কি সমস্যা হতে পারে পিল খেলেঃ

১) হার্ট হ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ৩৫ বছরের

বেশি মহিলাদের কখনোই পিল খাওয়া উচিত না 

কারণ এতে হার্ট এট্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

২) পিলে লেভেনোগ্যাস্ট্রেল ও ৩০ মিলিগ্রাম ইস্ট্রোজেন থাকে, যেসব মেয়েদের মাইগ্রেন থাকে তারা যদি পিল

কন্টিনিউ করে তাহলে তাঁদের স্ট্রোকের সম্ভাবনা বেশি

থাকে।

৩) উচ্চ রক্তচাপের একটি উল্লেখযোগ্য কারণ হল 

পিল সেবন।

৪) যারা বেশি পিল খায় তাদের ভেনাস

থ্রোম্বোএম্বলিসম নামক রোগ হওয়ার 

সম্ভাবনা বেশি থাকে।

৫) বেশি মাথা ব্যথা হয়।

৬) হতাশার একটি কারণ ও হল অতিরিক্ত 

পিল খাওয়া।

৭) খিটখিটে মেজাজ ও দেখা যায় পিল খাওয়ার

 কারণে।

৮) বমি বমি ভাব এবং বমি হয়।

৯) ব্রেস্টে অনেক ব্যথা হয়।

১০) সাদা স্রাব হয়।

১১) জরায়ু সিস্ট ও জরায়ু টিউমারও হতে পারে।

১২) স্তন ও জরায়ুর বিভিন্ন সমস্যা হতে পারে।

১৩) পিল খাওয়ার কারণে ওজন বেড়ে যায়।

১৪) ১ বছরের বেশি পিল খেলে তাদের গ্লুকোমা হয়।

১৫) দীর্ঘদিন পিল খেলে ধীরে ধীরে একটি মেয়ে 

জটিল রোগের  দিকে ধাবিত হয়। 

⭕সুতরাং যত কম পিল খাওয়া যায় একটা মেয়ের

জন্য তা ততই মঙ্গলজনক। নিয়মিত না খেয়ে কিছু

দিন গ্যাপ(দুই তিন মাস)  রেখে রেখে খেতে পারেন।

তবে না খাওয়াটাই উত্তম।

You may also like

Leave a Comment